Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

মোংলায় বিএনপি নেতাকে ২ লাখ টাকা অর্থদণ্ড

মোংলা (বাগেরহাট) প্রতিনিধি

মোংলা (বাগেরহাট) প্রতিনিধি

সেপ্টেম্বর ২৬, ২০২৪, ০৮:১৪ পিএম


মোংলায় বিএনপি নেতাকে ২ লাখ টাকা অর্থদণ্ড

মোংলা পৌর বিএনপির সাবেক সদস্য সচিব ও সাবেক সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান মানিককে ২ লাখ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

সরকারি ও অন্যের জমি জবরদখল করে রাখার অভিযোগে তাকে এ দণ্ড দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. তারিকুল ইসলাম।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তারিকুল ইসলাম জানান, পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের কলেজ রোড এলাকার বাসিন্দা মো. তারেকের জায়গা দীর্ঘ ৮ বছর ধরে জোরপূর্বক দখল করে রাখেন মাহবুবুর রহমান মানিক।

এছাড়াও সরকারি জমিও দখল করে রাখেন তিনি। তাই সরকারি কাজে বাঁধা, সরকারি কর্মচারীকে হুমকি ও অন্যের জমি অবৈধভাবে নিজ দখলে রাখার দায়ে তাকে ২ লাখ টাকা অর্থদণ্ড ও অনাদায়ে ১৫ দিনের কারাদণ্ড প্রদান করা হয়।

বুধবার রাতে ভূমি অপরাধ, প্রতিকার ও প্রতিরোধ আইনে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ দণ্ড দেয়া হয় বিএনপি নেতা মাহবুবুর রহমান মানিককে।

তিনি বলেন, প্রথমে তারেকের জায়গায় ভাড়া থাকতেন মানিক। পরে জাল-জালিয়াতি ও প্রতারণা করে সেই জায়গা নিজ দখলে নেন মানিক। সেইসাথে মানিক সরকারি জমিও জবরদখল করে রেখেছিলেন।

ইএইচ

Link copied!