Amar Sangbad
ঢাকা শনিবার, ১৮ জানুয়ারি, ২০২৫,

নাঙ্গলকোটে শিক্ষকের উপর হামলা ও অপপ্রচারের অভিযোগে মানববন্ধন

নাঙ্গলকোট (কুমিল্লা) প্রতিনিধি

নাঙ্গলকোট (কুমিল্লা) প্রতিনিধি

সেপ্টেম্বর ২৬, ২০২৪, ০৯:৪১ পিএম


নাঙ্গলকোটে শিক্ষকের উপর হামলা ও অপপ্রচারের অভিযোগে মানববন্ধন

কুমিল্লার নাঙ্গলকোটের মৌকারা দারুচ্ছুন্নাত নেছারিয়া কামিল মাদরাসার সুপারের বিরুদ্ধে অপ্রচার ও ঢালুয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ে ক্লাস চলাকালে প্রবীণ শিক্ষক দিদারুল আলমের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন করেছে শিক্ষক ও শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার পৃথকভাবে শিক্ষার্থীদের উদ্যোগে প্রতিষ্ঠানগুলোর প্রাঙ্গণে এ মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়।

মাদরাসার হল রুমে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে বক্তব্যে দেন- সুপার মাওলানা মো. আনোয়ার হোসেন।

বলেন, বিভিন্নভাবে তাকে জড়িয়ে কামিল মাদরাসার সাবেক ও বর্তমান কতিপয় শিক্ষার্থীরা মিথ্যা, বানোয়াট ও কাল্পনিক অপপ্রচার চালিয়ে যাচ্ছে। তিনি এর নিন্দা ও প্রতিবাদ জানান।

এ সময় মাদ্রাসার অধ্যক্ষ রফিকুল ইসলাম বলেন, ছাত্ররা যেসব বিষয়ে আন্দোলন ও উপজেলা প্রশাসনের নিকট স্মারকলিপি দিয়েছেন, তার মধ্যে অনিয়ম ও দুর্নীতির অভিযোগটি মিথ্যা ও বানোয়াট। তবে কিছু দাবি যৌক্তিক। এসব বিষয়ে মাদরাসা কর্তৃপক্ষকে জানানো হয়নি।

এদিকে, উপজেলার ঢালুয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ে ক্লাস চলাকালে প্রবীণ ইংরেজি শিক্ষক দিদারুল আলমের উপর হামলার প্রতিবাদে বৃহস্পতিবার দুপুরে শিক্ষক ও শিক্ষার্থীরা বিদ্যালয় প্রাঙ্গণে মানববন্ধন করে।

এ সময় হোমনাবাদ আদর্শ ডিগ্রি কলেজসহ আশেপাশের শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও প্রাক্তন শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল নিয়ে মানববন্ধনে এসে জড়ো হন। মানববন্ধনে শিক্ষক দিদারুল আলমের উপর হামলার নেতৃত্বে থাকা বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য আবুবকর সিদ্দিক মিয়া ও পেয়ার আলমসহ জড়িতদের দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানান।

পরে বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুরাইয়া আক্তার লাকীর কার্যালয়ে উপস্থিত হয়ে মৌখিকভাবে হামলায় জড়িতদের বিচারের দাবি জানান শিক্ষক ও শিক্ষর্থীরা।

ইএইচ

Link copied!