Amar Sangbad
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪,

বিশ্ব পর্যটন দিবস উপলক্ষ্যে জাফলংয়ে র‍্যালি ও সভা

গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি

গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি

সেপ্টেম্বর ২৭, ২০২৪, ০৩:২৩ পিএম


বিশ্ব পর্যটন দিবস উপলক্ষ্যে জাফলংয়ে র‍্যালি ও সভা

‘পর্যটন শান্তির সোপান’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে সিলেটের গোয়াইনঘাট উপজেলার পর্যটন কেন্দ্র জাফলংয়ে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার সকালে গোয়াইনঘাট উপজেলা প্রশাসনের আয়োজনে র‍্যালিটি পর্যটন কেন্দ্রের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জাফলং ট্যুরিস্ট গাইড ও পর্যটন নৌকা চালক যুব সংঘের কার্যালয়ে এসে এক আলোচনা সভায় মিলিত হয়।

গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তৌহিদুল ইসলামের সভাপতিত্বে ও গোয়াইনঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. করিম মাহমুদ লিমনের পরিচালনায় বিশ্ব পর্যটন দিবস উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য দেন, গোয়াইনঘাটের সহকারী কমিশনার (ভূমি) সাইদুল ইসলাম, জাফলং হোটেল-মোটেল ব্যবসায়ী সমিতির সভাপতি বাবলু বখ্ত, পূর্ব জাফলং ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মাসুদুল আলম রানা।

সভায় স্বাগত বক্তব্য দেন গোয়াইনঘাট প্রেসক্লাবের আহ্বায়ক মিনহাজ উদ্দিন।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, পূর্ব জাফলং ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আব্দুল মান্নান, গোয়াইনঘাট থানার এসআই ফখরুল ইসলাম, ট্যুরিস্ট পুলিশের এসআই বিশ্বজিৎ, মোহাম্মদপুর মিতালী সবুজ সংঘের সভাপতি এম এ রাজ্জাক, জাফলং পর্যটন কেন্দ্র ব্যবসায়ী সমিতির সভাপতি হোসেন মিয়া, জাফলং সংগ্রাম ব্যবসায়ী সমিতির সভাপতি আব্দুল কুদ্দুস, সম্পাদক সেলিম আহমেদ, জাফলং স্টুডিও মালিক সমিতির সভাপতি মাহমুদ হাসান মজনু, সাধারণ সম্পাদক সাব্বির আহমেদ সুজন, জাফলং ট্যুরিস্ট গাইড ও পর্যটন নৌকা চালক যুব সংঘের সভাপতি মো. বাছির উদ্দিন, জাফলং পর্যটন ইঞ্জিন নৌকা চালক যুব সংঘের সভাপতি নওয়াব আলী, জাফলং ফটোগ্রাফার সমিতির সভাপতি সাজু মিয়া, জাফলং ট্যুরিস্ট গাইড ও হ্যান্ডবোর্ড যুব সংঘের সভাপতি আমির মিয়াসহ জাফলং পর্যটন সংশ্লিষ্টরা।

ইএইচ

Link copied!