Amar Sangbad
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪,

রাঙামাটিতে বিশ্ব পর্যটন দিবস পালিত

রাঙামাটি প্রতিনিধি

রাঙামাটি প্রতিনিধি

সেপ্টেম্বর ২৭, ২০২৪, ০৪:০১ পিএম


রাঙামাটিতে বিশ্ব পর্যটন দিবস পালিত

‘পর্যটন শান্তির সোপান’ এ প্রতিপাদ্যে সারা দেশের ন্যায় পার্বত্য জেলা রাঙামাটিতে বিশ্ব পর্যটন দিবস পালিত হয়েছে।

শুক্রবার সকালে রাঙামাটি পর্যটন হলিডে কমপ্লেক্সের আয়োজনে পর্যটন হলিডে কমপ্লেক্স সম্মেলন কক্ষে বিশ্ব পর্যটন দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা খোন্দকার রিজাউল করিমের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, পুলিশ সুপার টুরিস্ট পুলিশ মহিউল ইসলাম, নেজারত ডেপুটি কালেক্টর শামীম হোসাইন, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ফজলুল হক, জেলা শিক্ষা অফিসার মৃদুল কান্তি তালুকদার, পর্যটন হলিডে কমপ্লেক্সের ব্যবস্থাপক আলোক বিকাশ চাকমা প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, পার্বত্য চট্টগ্রাম একটি পর্যটন সম্ভাবনাময় অঞ্চল।

পাহাড়ের এই পর্যটন সম্ভাবনাকে কাজে লাগাতে এবং পার্বত্য এলাকাকে আধুনিক পর্যটন নগরীতে পরিণত করতে সকলকে যার যার অবস্থান থেকে এগিয়ে আশার আহ্বান জানান।

ইএইচ

Link copied!