Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

ইসলাম ধর্ম ও রাসূল (সা.) কে নিয়ে কটূক্তির প্রতিবাদ

ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

সেপ্টেম্বর ২৭, ২০২৪, ০৪:৫৩ পিএম


ইসলাম ধর্ম ও রাসূল (সা.) কে নিয়ে কটূক্তির প্রতিবাদ

ভারতের হিন্দু পুরোহিতের ইসলাম ধর্ম ও রাসূল (সা.) কে নিয়ে কটূক্তি, ইসলাম অবমাননা করা এবং বিজেপি নেতা নীতেশ রানে এবং রামগিরি মহারাজ কর্তৃক সমর্থন করার প্রতিবাদে টাঙ্গাইলের ভূঞাপুরে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।

শুক্রবার জুম্মার নামাজের পর ভূঞাপুরের সাধারণ মুসল্লিদের উদ্যোগে এ বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

প্রথমে ভূঞাপুর কেন্দ্রীয় জামে মসজিদ থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে পৌর এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে শেষ হয়।

পরে সেখানে সমাবেশ ও মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

সমাবেশে ভূঞাপুর কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব এবং উপজেলা ইমাম পরিষদের সভাপতি হাফেজ মাওলানা শহিদুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য দেন- সহ-সভাপতি হাফেজ মুফতি মাওলানা মাহফুজুর রহমান, হাফেজ শহীদুল্লাহ আন্দেপুরী, হাফেজ সিরাজুল ইসলাম, হাফেজ মুফতি নাজিম সিদ্দিকী প্রমুখ।

ইএইচ

Link copied!