Amar Sangbad
ঢাকা শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪,

কিশোরগঞ্জে ছাত্র-জনতার উপর হামলার মামলায় ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

কিশোরগঞ্জ প্রতিনিধি

কিশোরগঞ্জ প্রতিনিধি

সেপ্টেম্বর ২৭, ২০২৪, ০৫:১৪ পিএম


কিশোরগঞ্জে ছাত্র-জনতার উপর হামলার মামলায় ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

কিশোরগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ককটেল বিস্ফোরণ ও দেশীয় অস্ত্রসহ ছাত্র-জনতার উপর হামলার মামলায় কিশোরগঞ্জ সদর উপজেলার রশিদাবাদ ইউনিয়নের চেয়ারম্যান জহিরুল ইসলাম জুয়েলকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১৪।

বৃহস্পতিবার রাত সাড়ে ৩টার দিকে সদর উপজেলার রশিদাবাদ এলাকা থেকে র‍্যাব-১৪ সিপিসি-২ এর একটি অভিযানিক দল তাকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃত জহিরুল ইসলাম জুয়েল (৪২) সদর উপজেলার রশিদাবাদ ইউনিয়নের শ্রীমন্তপুর গ্রামের মৃত-হারুন অর রশিদের ছেলে।

শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে একটি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে র‍্যাব-১৪ সিপিসি-২ এর কোম্পানি কমান্ডার মো. আশরাফুল কবির বিষয়টি নিশ্চিত করেছেন।

র‍্যাব গ্রেপ্তারকৃত জহিরুল ইসলাম জুয়েলকে শুক্রবার সকালে কিশোরগঞ্জ মডেল থানায় হস্তান্তর করলে পুলিশ তাকে দুপুরে আদালতে প্রেরণ করে। আদালত তাকে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন।

ইএইচ

Link copied!