Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

মহানবীকে নিয়ে কটূক্তি করায় নাগরপুরে বিক্ষোভ

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

সেপ্টেম্বর ২৭, ২০২৪, ০৬:০৭ পিএম


মহানবীকে নিয়ে কটূক্তি করায় নাগরপুরে বিক্ষোভ

পার্শ্ববর্তী দেশ ভারতের মহারাষ্ট্রের পুরোহিত রামগিরি মহারাজ ও বিজেপি সংসদ সদস্য নিতেশ নারায়ণ রানে মহানবী (সা.) কে নিয়ে বাজে কটূক্তির প্রতিবাদে টাঙ্গাইলের নাগরপুরে তৌহিদী জনতার উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার পবিত্র জুম্মার নামাজের পর সরকারি কলেজ গেট থেকে শুরু করে কাঁচাবাজার, তালতলা রোড হয়ে উপজেলা চত্বর প্রদক্ষিণ করে পুনরায় সরকারি কলেজ গেটে এসে জমায়েত হয় এবং এ সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সাবেক ছাত্রনেতা মাওলানা আল হেলাল উদ্দীনের পরিচালনায় বক্তব্য দেন- নাগরপুর বাজার জামে মসজিদের খতিব মাওলানা মো. রফিকুল ইসলাম, পেশ ইমাম মাওলানা মো. রফিকুল ইসলাম আমিনী, মাওলানা মো. ইলিয়াছ হোসেন প্রমুখ।

এ সময় নাগরপুর সদরের বিভিন্ন মসজিদ থেকে পবিত্র জুমার নামাজ আদায় করে অসংখ্য মুসল্লীসহ সাধারণ জনগণ স্বতঃস্ফূর্তভাবে উপস্থিত ছিলেন।

ইএইচ

Link copied!