Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫,

ফরিদপুরে মুদি ব্যবসায়ী হত্যার বিচার দাবিতে মানববন্ধন

ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুর প্রতিনিধি

সেপ্টেম্বর ২৭, ২০২৪, ০৬:১৩ পিএম


ফরিদপুরে মুদি ব্যবসায়ী হত্যার বিচার দাবিতে মানববন্ধন

ফরিদপুরে মুদি ব্যবসায়ী মো. আমিনুল ইসলাম বাচ্চুকে (৩৫) পিটিয়ে ও কুপিয়ে জখম করে হত্যার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে স্থানীয় এলাকাবাসী।

শুক্রবার দুপুরে চরভদ্রাসন উপজেলার গাজিরটেক ইউনিয়নে ছায়ের মোল্যার বাজারে বিক্ষোভ ও মানববন্ধন পালন করা হয়। মানববন্ধনে খুনিদের গ্রেপ্তার ও বিচার দাবি করা হয়।

মানববন্ধনে স্থানীয় চরহাজীগঞ্জ বিদ্যালয়ের শিক্ষক মো. রিপন মিয়া, রেজাউল করিম, হাজী শাহজাউদ্দিন মো. সেলিম মিয়া প্রমুখ বক্তব্য দেন।

বক্তারা বলেন, আসামি আজিজ মুন্সী ও আকবর মুন্সি বিভিন্ন সময়ে এলাকায় নানা ধরনের অপরাধের সাথে জড়িত থাকলেও কেউ প্রতিবাদ করার সাহস পায় না। তারা সন্ত্রাসী। সামান্য জমি জমা বিষয় নিয়ে তার চাচাতো ভাই আমিনুল ইসলাম বাচ্চুকে ছুরি দিয়ে আঘাত করে মেরে ফেলে।

আমরা গ্রামবাসী অবিলম্বে খুনি আজিজ মুন্সিকে গ্রেপ্তার করে বিচারের দাবি জানাচ্ছি।
এ বিষয়ে চরভদ্রাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গাফফার জানান, এ ঘটনায় একটি হত্যা মামলা হয়েছে। আসামিদের গ্রেপ্তারে পুলিশি তৎপরতা অব্যাহত রয়েছে। আমরা দ্রুত সময়ের মধ্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চালিয়ে যাচ্ছি।

ইএইচ

Link copied!