Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫,

রামপালে সন্ত্রাসী হামলায় ছাত্রদল নেতা আহত

রামপাল (বাগেরহাট) প্রতিনিধি

রামপাল (বাগেরহাট) প্রতিনিধি

সেপ্টেম্বর ২৭, ২০২৪, ০৭:০৫ পিএম


রামপালে সন্ত্রাসী হামলায় ছাত্রদল নেতা আহত

রামপালের ভোজপাতিয়া ইউনিয়ন ছাত্রদল নেতা গাজি তামিম হাসান (২৫) সন্ত্রাসী হামলায় গুরুতর আহত হয়েছেন।

আহত তামিমকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার বিকাল ৫টার সময় বেতকাটা মাধ্যমিক বিদ্যালয়ের সামনে সুমনের দোকানে। এ ঘটনায় রামপাল থানায় কোন লিখিত অভিযোগ দিতে পারেনি ভুক্তভোগী পরিবারের সদস্যরা।

অভিযোগের বিষয়ে ভোজপাতিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আল আমিনের কাছে জানতে চাইলে তিনি বলেন, ৬নং ওয়ার্ডের বিএনপির সেক্রেটারি মোতালেবের নেতৃত্বে পূজা উদযাপন উপলক্ষ্যে একটি সভা হওয়ার কথা ছিল। লোকজন সেখানে যাওয়ার সময় তামিম বাধা দেয়। এ সময় ধাক্কা ধাক্কাকে টিনে তামিমের মাথা কেটেছে। তাকে কেউ কোপ দেয়নি। বড়দের মধ্যে ছোটরা আসবে কেন? আমরা তুহিন গ্রুপ করি। আর তামিম ও প্রিন্স ফরিদ গ্রুপ করে।

প্রশ্ন করা হয় বিএনপিতে কি গ্রুপিং আছে? তার উত্তরে আল আমিন বলেন, ফরিদ ভাই নমিনেশন পেলে কোন গ্রুপিং থাকবে না। আমরা একসাথে কাজ করবো।

এ বিষয়ে রামপাল থানার ওসি সোমেন দাশের কাছে জানতে চাইলে মারপিটের ঘটনার কথা স্বীকার করে বলেন, অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবো

ইএইচ

Link copied!