Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই, আসামি আটক

ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি

ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি

সেপ্টেম্বর ২৭, ২০২৪, ০৭:৩০ পিএম


চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই, আসামি আটক

ময়মনসিংহের ত্রিশালে ব্যাটারি চালিত অটোরিকশা চালকের লাশ উদ্ধার করা হয়েছে।

নিহত ব্যক্তির নাম রাব্বী মিয়া (১৩) তার বাড়ি ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ থানার সরিষা ইউনিয়নের গোয়াইলকান্দি গ্রামের ফজলুল হকের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরে উপজেলার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের আমিরাবাড়ী ইউনিয়নের বানার নদীর তীরে লাশটি পাওয়া যায়। স্থানীয় লোকজন পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে।

পুলিশ জানায়, শুক্রবার সকালে নিহত রাব্বী মিয়াকে ঈশ্বরগঞ্জ থেকে এক ছিনতাইকারী ত্রিশালে নিয়ে আসে। পরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বানার নদীর পাশে মেরে মরদেহ ফেলে অটোরিকশা নিয়ে পালিয়ে যায়।

পরে বিকালে ছিনতাইকারী মাজাহারুল ইসলাম অন্তরকে (২০) আটক করা হয়। সে ঈশ্বরগঞ্জ উপজেলার সরিষা গুইলার আব্দুল হেলিমের ছেলে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে পুলিশের উপপরিদর্শক আসাদুজ্জামান বলেন, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের সাইনবোর্ড এলাকা থেকে ছিনতাইকারীকে অটোরিকশাসহ আটক করা হয়েছে। মামলা প্রক্রিয়াধীন।

ইএইচ

Link copied!