Amar Sangbad
ঢাকা শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪,

পূবাইলে দেশীয় অস্ত্রসহ আটক ৩

পূবাইল (গাজীপুর) প্রতিনিধি

পূবাইল (গাজীপুর) প্রতিনিধি

সেপ্টেম্বর ২৭, ২০২৪, ০৮:০০ পিএম


পূবাইলে দেশীয় অস্ত্রসহ আটক ৩

গাজীপুর মহানগরের পূবাইল থানাধীন ৪০নং ওয়ার্ডের মাজুখান এলাকায় ছিনতাই করার প্রস্তুতি নিচ্ছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে শুক্রবার দিবাগত রাতে অস্ত্রসহ ৩ জনকে আটক করেছে পূবাইল থানা পুলিশ।

এ সময় তাদের কাছ থেকে একটি সুইচ গিয়ার ও একটি ধারালো চাকু জব্দ করা হয়।

আটককৃতরা হলেন- শরিয়তপুর জেলার নড়িয়া থানার পূর্ব চন্ডিপুর এলাকার আতর আলীর ছেলে মো. শাওন (৩২), সুনামগঞ্জ জেলার শাললা থানার চরগাঁও এলাকার আইনুর রহমান এর ছেলে রানা (২৫), গাজীপুর জেলার পুবাইল থানার পদ হারবাইদ এলাকার আরিফুল ইসলাম জুয়েল এর ছেলে হিমেল (২৯)।

পূবাইল থানার অফিসার ইনচার্জ ওসি শেখ মো.আমিরুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি ৩ যুবক ছিনতাই করার প্রস্তুতি নিচ্ছে। এ সময় অভিযান চালিয়ে তাদেরকে হাতেনাতে আটক করা হয়। এ ব্যাপারে পূবাইল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

ইএইচ

Link copied!