Amar Sangbad
ঢাকা মঙ্গলবার, ২১ জানুয়ারি, ২০২৫,

মহানবীকে নিয়ে কটূক্তির প্রতিবাদে নেত্রকোণায় বিক্ষোভ

নেত্রকোণা প্রতিনিধি

নেত্রকোণা প্রতিনিধি

সেপ্টেম্বর ২৭, ২০২৪, ০৮:১০ পিএম


মহানবীকে নিয়ে কটূক্তির প্রতিবাদে নেত্রকোণায় বিক্ষোভ

ইসলাম ও মহানবী হযরত মুহাম্মদ মোস্তফা (সা.) কে নিয়ে ভারতের বিজেপি সরকারের দুই নেতা কর্তৃক অবমাননাকর মন্তব্য ও কটূক্তির প্রতিবাদে এবং তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে নেত্রকোণায় বিক্ষোভ মিছিল করেছে ক্ষুব্ধ খেলাফত ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা।

শুক্রবার বাদ জুম্মা হযরত হাফেজ্জী হুজুর (রহ.) এর ছাত্র সংগঠন বাংলাদেশ খেলাফত ছাত্র আন্দোলন নেত্রকোণা সদর শাখা এই বিক্ষোভ মিছিলের আয়োজন করে।

মিছিলটি জেলা শহরের বারহাট্টা রোডস্থ জামিয়া মিফ্তাহুল উলুম মাদরাসার সামনে থেকে বের হয়ে গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে প্রেসক্লাবের সামনে এসে সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশে করে।

প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন- খেলাফত আন্দোলন নেত্রকোণা জেলা শাখার নেতা মাওলানা আনোয়ার শাহ্, ওলামা মাশায়েখ পরিষদের নেতা মাওলানা গাজী আবদুর রহিম, মাওলানা হযরত আলী, ছাত্রনেতা হাফেজ শরিফুল হক, ফাহিম রহমান পাঠান, হাফেজ সাকিবুল হাসান, মাওলানা তোফাজ্জল হোসেন প্রমুখ।

সমাবেশে বক্তারা অবিলম্বে ভারত সরকারকে বিশ্বের মুসলমানদের কাছে ক্ষমা চাওয়ার আহ্বান জানান।

ইএইচ

Link copied!