Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

মহানবীকে নিয়ে কটূক্তির প্রতিবাদে মানববন্ধন

আখাউড়া প্রতিনিধি

আখাউড়া প্রতিনিধি

সেপ্টেম্বর ২৭, ২০২৪, ০৮:২৭ পিএম


মহানবীকে নিয়ে কটূক্তির প্রতিবাদে মানববন্ধন

সম্প্রতি পার্শ্ববর্তী দেশ ভারতের মহারাষ্ট্রের পুরোহিত রামগিরি মহারাজ ও বিজেপি সংসদ সদস্য নিতেশ নারায়ণ রানে মহানবী হযরত মুহাম্মদ (সা.) নিয়ে কটূক্তির প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করা হয়েছে।

শুক্রবার বিকালে পৌরশহরের সড়ক বাজার স্টেশন রোডে আহলে সুন্নাত ওয়াল জামায়াত সমন্বয় কমিটির আয়োজনে এ কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে সংগঠনের বিপুল সংখ্যক মানুষ অংশ নেয়।

মানববন্ধনে বক্তব্য দেন- জেলা আহলে সুন্নাত ওয়াল জামাত কমিটির সাধারণ সম্পাদক, মুফতি গিয়াস উদ্দিন আত্ব তাহেরি, মুফতি রেদওয়ান রেজা, মো. লিটন মিয়া, মো. সামসুল আলম, বোরহান উদ্দিন রেজা, গোলাম সামদানি শিবলী প্রমুখ।

ইএইচ

Link copied!