Amar Sangbad
ঢাকা শনিবার, ০১ মার্চ, ২০২৫,

ফেনীতে দেড়শ হিন্দু পরিবারকে নগদ অর্থ প্রদান

ফেনী প্রতিনিধি

ফেনী প্রতিনিধি

সেপ্টেম্বর ২৭, ২০২৪, ০৯:০১ পিএম


ফেনীতে দেড়শ হিন্দু পরিবারকে নগদ অর্থ প্রদান

ফেনীতে প্রায় দেড়শ বন্যার্ত পরিবারকে নগদ অর্থ প্রদান করা হয়েছে।

শুক্রবার সন্ধ্যায় শহরের জয়কালী মন্দিরে জেলার ১৪৪টি হিন্দু পরিবারের মাঝে ৪ হাজার টাকা করে প্রবাসী ও স্থানীয় দাতাদের প্রদত্ত এ উপহার প্রদান করা হয়।

এতে প্রধান অতিথি উপস্থিত ছিলেন ফেনী পৌর প্রশাসক ও স্থানীয় সরকার বিভাগ ফেনীর উপ-পরিচালক গোলাম মোহাম্মদ বাতেন।

বিশেষ অতিথি ছিলেন ফেনী জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট পার্থ পাল চৌধুরী।

ফেনী জেলা হিন্দু বৌদ্ধ খ্রীস্টান ঐক্য পরিষদের সভাপতি শুকদেব নাথ তপনের সভাপতিত্বে সাধারণ সম্পাদক লিটন সাহার সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন ঐক্য পরিষদের সহ-সভাপতি অ্যাডভোকেট সমীর কর, অ্যাডভোকেট রসিক শেখর ভৌমিক, ফেনী জয়কালী মন্দিরের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার তপন কুমার দাস, কোষাধ্যক্ষ দিলিপ পাটোয়ারী প্রমুখ।

ইএইচ

Link copied!