Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

লোহাগড়ায় সহকারী শিক্ষকদের ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে মানববন্ধন

লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি

লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি

সেপ্টেম্বর ২৮, ২০২৪, ০৫:১৪ পিএম


লোহাগড়ায় সহকারী শিক্ষকদের ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে মানববন্ধন

নড়াইলের লোহাগড়া উপজেলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে উপজেলা চত্বরে মানববন্ধন বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকাল ১০টায় লোহাগড়া উপজেলা চত্বরে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

৭২নং কে মংগলহাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক আতাউর রহমানের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন সহকারী শিক্ষক মো. কামরুজ্জামান, মো. ইমরান হোসেন, রকিবুল ইসলাম, মো. আসকাত হোসেন, কাজি রবিউল ইসলাম, নীলিমা সুলতানা, শওকত হোসেন, নাজমুল ইসলাম, সেলিনা আক্তার ও সুমাইয়া খানম প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন- আমরা মানুষ গড়ার কারিগর আমাদের যে গ্রেডে বেতন প্রদান করা হয় তা যথেষ্ট নয়। এই বেতন নিয়ে পরিবার পরিজন নিয়ে চলতে খুবই কষ্ট হয়। আপনারা জানেন দক্ষিণ এশিয়াসহ সারা বিশ্বে শিক্ষকদের বেতন আমাদের বেতন থেকে দ্বিগুণের ও বেশি। বিশ্বের সঙ্গে তুলনা করলে আমাদের সাথে বেতন বৈষম্য করা হয়েছে। আমরা এই বৈষম্যের সংস্কার চাই। তাই আমাদের ১০ম গ্রেড প্রদান করার জোর দাবি জানাচ্ছি বাংলাদেশের প্রধান উপদেষ্টার নিকট।

ইএইচ

Link copied!