Amar Sangbad
ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর, ২০২৪,

চট্টগ্রামের হাটহাজারীতে মিলাদুন্নবী উপলেক্ষে দোয়া

হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি

হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি

সেপ্টেম্বর ২৮, ২০২৪, ০৫:২৯ পিএম


চট্টগ্রামের হাটহাজারীতে মিলাদুন্নবী উপলেক্ষে দোয়া

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষ্যে চট্টগ্রামের হাটহাজারী উপজেলা ফতেপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ড এলাকার মহাকবি আলাওল জামে মসজিদ সংলগ্ন দ্বিনি শিক্ষা প্রতিষ্ঠান গাউসিয়া আজিজিয়া মঈনীয়া আলাওল মাদরাসার বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে পবিত্র জশনে জুলুস ও আজিমুশশান নুরানি মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকালে মাদরাসার সামনে থেকে জশনে জুলুছের একটি রর‌্যালি বের হয়।

র‌্যালিটি এলাকার গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে ফের মাদরাসায় এসে শেষ হয়। র‌্যালি শেষে মহাকবি আলাওল দীঘির কবরস্থানে জিয়ারত ও দোয়া মোনাজাত করা হয়।

পরে মাদরাসার সুপার মাওলানা মুহাম্মদ রাশেদ উল্লাহ কাদেরীর সভাপতিত্বে ও পরিচালনা কমিটির প্রচার সম্পাদক হাফেজ মোহাম্মদ নূরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত নুরানি মিলাদ মাহফিলে প্রধান অতিথি ছিলেন শিক্ষানুরাগী আলহাজ্ব মোহাম্মদ ইদ্রিস সওদাগর।

উদ্বোধক ছিলেন ফতেপুর ইউনিয়ন গাউছিয়া কমিটির সহ-সভাপতি মুহাম্মদ নূরুল আলম মানিক সওদাগর।

প্রধান বক্তা ছিলেন মাদরাসা পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মুহাম্মদ হাশেম।

বিশেষ অতিথি ছিলেন, ফতেপুর ইউনিয়ন গাউছিয়া কমিটির প্রধান পৃষ্ঠপোষক মোহাম্মদ আবুল হাশেম সওদাগর, মাদরাসা পরিচালনা কমিটির সহ-সভাপতি আলহাজ্ব মোহাম্মদ আবুল হাশেম।

পরে মাহফিলের মেহমানে আলা হিসেবে দেশ ও জাতির শান্তি কামনা এবং গুরুত্বপূর্ণ নসিহত পেশ করেন মাদরাসা পরিচালনা কমিটির সভাপতি মাওলানা আবুল কালাম শাহ আল আমিরি।

ইএইচ

Link copied!