Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

কুড়িগ্রামে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত

কুড়িগ্রাম প্রতিনিধি

কুড়িগ্রাম প্রতিনিধি

সেপ্টেম্বর ২৮, ২০২৪, ০৭:১৪ পিএম


কুড়িগ্রামে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত

‘রাষ্ট্রের মূলধারার তথ্য অধিকারের সংযুক্তি এবং সরকারি খাতের অংশগ্রহণ নিশ্চিতকরণ’ প্রতিপাদ্যকে সামনে রেখে কুড়িগ্রামে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষ্যে শনিবার সকালে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক নুসরাত সুলতানা।

এ সময় বক্তব্য দেন, অতিরিক্ত জেলা প্রশাসক উত্তম কুমার রায়, অধ্যক্ষ মীর্জা নাসির উদ্দীন, সনাক সভাপতি অ্যাডভোকেট আহসান হাবিব নীলু, প্রবীণ হিতৈষী সংঘের সভাপতি সামিউল হক নান্টু, জেলা শিক্ষা অফিসার শামসুল আলম, উদয় শংকর চক্রবর্তী, জেলা তথ্য অফিসার শাহজাহান আলী, সৌমেন দাস, প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মাহফুজার রহমান টিউটর প্রমুখ।

এর আগে, টিআইবির অনুপ্রেরণায় গঠিত কুড়িগ্রাম সচেতন নাগরিক কমিটি (সনাক) খলিলগঞ্জ এলাকায় আরকে রোডে সকালে মানববন্ধন, আলোচনা সভা ও র‌্যালির আয়োজন করে।

ইএইচ

Link copied!