Amar Sangbad
ঢাকা মঙ্গলবার, ২১ জানুয়ারি, ২০২৫,

দিনাজপুরে ফুলকুঁড়ি আসরের সুবর্ণজয়ন্তীর আনুষ্ঠানিক উদ্বোধন

দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুর প্রতিনিধি

সেপ্টেম্বর ২৮, ২০২৪, ০৭:১৭ পিএম


দিনাজপুরে ফুলকুঁড়ি আসরের সুবর্ণজয়ন্তীর আনুষ্ঠানিক উদ্বোধন

জাতীয় শিশু কিশোর সংগঠন ফুলকুঁড়ি আসর এর ৫০ বছর ও সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষ্যে ফুলকুঁড়ি আসর দিনাজপুর শহর শাখা বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করেছে।

ফুলকুঁড়ি আসর এর সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যে শনিবার সকালে দিনাজপুর শহর শাখার বিভিন্ন সাংস্কৃতিক প্রতিযোগিতার বেলুন-ফেস্টুন উড়িয়ে আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধান অতিথি দিনাজপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) আব্দুল্লাহ আল মাসুম।

ফুলকুঁড়ি আসর দিনাজপুর শহর শাখার পরিচালক কামরুজ্জামান সুমন এর পরিচালনায় এবং ফুলকুঁড়ি আসর দিনাজপুর শহর শাখার সভাপতি আলহাজ্ব ডা. চৌধুরী মোসাদ্দেকুল ইজদানীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলকুঁড়ি আসর দিনাজপুর শাখার সাংস্কৃতিক উপদেষ্টা আমিনুর রহমান।

আমন্ত্রিত অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন- প্রতিষ্ঠাতা পরিচালক সাদাকাত আলী খান, সাবেক পরিচালক শাহরিয়ার সরকার সোহেল, মুহাম্মদ কামারুজ্জামান, মাহফুজুর রহমান, আসাদুল্লাহ আল গালিব, রফিকুল বারী, সাবেক সহকারী পরিচালক কামরুল হাসান রাসেল, নাজমুল হক মোল্লা।

এছাড়াও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলবাড়ীর সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার কামরুল ইসলাম, দিনাজপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মো. আনোয়ারুল ইসলাম, দিনাজপুর মিউনিসিপ্যাল হাইস্কুলের সহকারী প্রধান শিক্ষক কবি দেলওয়ার হোসেন, গাওসুল আযম কলেজের প্রভাষক কবি আব্দুল মালেক, স্মার্ট ইংলিশ অ্যাকাডেমির পরিচালক রাহিনুর ইসলাম সিদ্দিকী, দিনাজপুর সেন্ট্রাল হসপিটালের প্রশাসনিক কর্মকর্তা কামরুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী মো. আমির হোসেন প্রমুখ।

ইএইচ

Link copied!