Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

নবাবগঞ্জে সচেতন নাগরিক সমাজের সভা

দোহার-নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি

দোহার-নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি

সেপ্টেম্বর ২৮, ২০২৪, ০৭:২০ পিএম


নবাবগঞ্জে সচেতন নাগরিক সমাজের সভা

‘দল যার যার দেশ সবার’ প্রতিপাদ্যে নবাবগঞ্জ উপজেলা সচেতন নাগরিক সমাজ নামের একটি অরাজনৈতিক সংগঠনের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার সন্ধ্যায় উপজেলা সদর কলাকোপা ইউনিয়ন পরিষদ সভা কক্ষে এ সভা করা হয়।

সভায়, নাগরিক অধিকার প্রতিষ্ঠা, সামাজিক অসংগতি, মাদক ও দুর্নীতি বিরোধী কার্যক্রম, মানবিক দায়িত্ববোধ, দুর্যোগকালীন ও দরিদ্রতা দূরীকরণে কাজ করবে সংগঠনটি।

বক্তব্য দেন- সংগঠনের আহ্বায়ক মো. হুমায়ুন কবির, সদস্য সচিব মো. জাকির হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক ঝন্টু মোল্লা, জনকল্যাণ সম্পাদক তসলিম আহমেদ।

ভার্চুয়াল মাধ্যমে বক্তব্য দেন সংগঠনের উপদেষ্টা, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল মানবাধিকার কর্মী বি এইচ সাইফুর।

সাংগঠনিক সম্পাদক আজিজুর রহমান শোভনের সঞ্চালনায় সহ-সভাপতি মো. মাসুদ হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম কায়েস, দপ্তর সম্পাদক খোরশেদ আলম, প্রচার সম্পাদক সুকুর আলম প্রমুখ।

ইএইচ

Link copied!