Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

দর্শনায় সেনাবাহিনীর অভিযানে ফেনসিডিলসহ জামাই-শাশুড়ি আটক

দামুড়হুদা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি

দামুড়হুদা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি

সেপ্টেম্বর ২৮, ২০২৪, ০৭:৩১ পিএম


দর্শনায় সেনাবাহিনীর অভিযানে ফেনসিডিলসহ জামাই-শাশুড়ি আটক

চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার সীমান্তবর্তী দর্শনায় সেনাবাহিনীর অভিযানে ভারতীয় ২৮০ বোতল ফেনসিডিলসহ জামাই-শাশুড়িকে আটক করা হয়েছে।

শনিবার বেলা ১১টার দিকে সীমান্তবর্তী দর্শনা মোহাম্মদপুর এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।

সেনাবাহিনী ও মাদকদ্রব্য অধিদপ্তর সূত্র জানায়, শনিবার বেলা ১১টার দিকে ৫৫ পদাতিক ডিবিশন সেনাবাহিনীর ক্যাপ্টেন মো. জাহাঙ্গীর আলমে নেতৃত্বে সেনাবাহিনীর একটি টিম ও জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক নাজমুল হাসান খান সঙ্গীয় ফোর্স নিয়ে দর্শনা এলাকার মোহাম্মদপুরে মাদক বিরোধী একটি যৌথ অভিযান চালায়।

এ সময় দর্শনা আজিমপুরের মাদক ব্যবসায়ী চায়না খাতুনের বাড়ি থেকে ২৮০ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধারসহ ঘটনার সাথে জড়িত চায়না খাতুন ও তার জামাতা রাজা মিয়াকে আটক করে।

পরে শনিবার বিকালে দর্শনা থানায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে একটি মামলা দায়ের করে সোপর্দ করা হয়।

ইএইচ

Link copied!