Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

ভালুকায় পরকীয়া প্রেমিকের বাড়িতে দুই সন্তানের জননীর অনশন

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি

সেপ্টেম্বর ২৮, ২০২৪, ০৮:১৮ পিএম


ভালুকায় পরকীয়া প্রেমিকের বাড়িতে দুই সন্তানের জননীর অনশন

ময়মনসিংহের ভালুকায় পরকীয়া প্রেমের টানে প্রেমিকের বাড়িতে বিয়ের দাবিতে অনশন করছেন দুই সন্তানের জননী লিজা আক্তার।

শনিবার সকাল থেকে উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের আমতলী গ্রামের মৃত আ. আজিজের ছেলে মিজানের বাড়িতে অবস্থান করছেন লিজা। এ ঘটনায় অভিযুক্ত মিজান রুমে তালা ঝুলিয়ে গা ঢাকা দিয়েছেন।

ভুক্তভোগী নারীর অভিযোগ, প্রায় আড়াই বছর ধরে মিজানের সঙ্গে তার প্রেমের সম্পর্ক। বিভিন্ন জায়গায় ঘুরতে নিয়ে ও নিজ বাসায় ডেকে এনে একাধিকবার শারীরিক সম্পর্ক করে ও ভিডিও ধারণ করে রাখে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও ছড়িয়ে দেয়ার ভয় দেখিয়ে নগদ দুই লাখ টাকা নিয়েই ক্ষান্ত হয়নি বিয়ের প্রলোভন দেখিয়ে স্বামীর সংসার থেকেও তাকে আলাদা করেছে অভিযুক্ত মিজান।

এক পর্যায়ে কাবিন রেজিস্ট্রি মূলে বিয়ে করার চাপ দিলে তাকে মারধর করে মাথার চুল কেটে দেয়। এ ঘটনা লোকমুখে জানাজানি হলে কোনো উপায়ন্তর না দেখে বিয়ের দাবিতে মিজানের বাড়িতে অনশন করছে ওই নারী।

এ বিষয়ে অভিযুক্ত ব্যক্তির মুঠোফোন বন্ধ থাকায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

অভিযুক্ত মিজানের মা বলেন, এই মেয়ে মাঝেমধ্যে আমাদের বাসায় আসতো শুনেছি কয়েকদিন আগে মিজানের বিরুদ্ধে থানায় মামলা দিছে।

এ বিষয়টি অবগত নয়, খোঁজ নিয়ে ব্যবস্থা নিবেন বলে জানান ভালুকা মডেল থানার ইন্সপেক্টর (তদন্ত) হুমায়ুন কবির।

ইএইচ

Link copied!