Amar Sangbad
ঢাকা শনিবার, ২১ ডিসেম্বর, ২০২৪,

দিনাজপুরে বিশ্ব হার্ট দিবস উপলক্ষ্যে র‍্যালি

দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুর প্রতিনিধি

সেপ্টেম্বর ২৯, ২০২৪, ০২:৫১ পিএম


দিনাজপুরে বিশ্ব হার্ট দিবস উপলক্ষ্যে র‍্যালি

আজ বিশ্ব হার্ট দিবস। দিবসটি উপলক্ষ্যে দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশন এন্ড রিসার্চ সেন্টার সকালে জিয়া হার্ট ফাউন্ডেশন থেকে একটি র‍্যালি বের করা হয়।

র‌্যালিটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জিয়া হার্ট ফাউন্ডেশনে এসে শেষ হয়।  

র‍্যালিতে উপস্থিত ছিলেন- জিয়া হার্ট ফাউন্ডেশনের অধ্যাপক ডা. এ এইচ এম শফিকুর রহমান, জিয়া হার্ট ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক এ কে এম আজাদ, যুগ্ম সাধারণ সম্পাদক আবু তাহের আবু, যুগ্ম সম্পাদক ডা. মো. জিয়াউল হক,  কোষাধক্ষ্য আনারুল কবির, ভারপ্রাপ্ত পরিচালক ডা. আশরাফ উজ জামান লিটন, প্রধান নির্বাহী কর্মকর্তা মেজবা আলম, ও লিয়াজোঁ অফিসার গোলাম রসুল রকেট প্রমুখ।

র‍্যালি শেষে জিয়া হাট ফাউন্ডেশনে সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনার ও র‍্যালিতে নার্সিং কলেজের শিক্ষার্থীরা এবং হার্ট ফাউন্ডেশনের কর্মকর্তা-কর্মচারীরা অংশগ্রহণ করেন।

ইএইচ

Link copied!