Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

মহানবীকে নিয়ে কটূক্তির প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ মিছিল

কুড়িগ্রাম প্রতিনিধি

কুড়িগ্রাম প্রতিনিধি

সেপ্টেম্বর ২৯, ২০২৪, ০৭:১৪ পিএম


মহানবীকে নিয়ে কটূক্তির প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ মিছিল

মহানবী হযরত মুহাম্মদ (সা.) কে কটূক্তি ও ভারতীয় আগ্রাসনের প্রতিবাদে কুড়িগ্রামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও তাওহিদি মুসলিম জনতা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে।

রোববার দুপুরে জেলা শহরের কলেজমোড় থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

পরে কেন্দ্রীয় শহীদ মিনারে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তব্য দেন- বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা শিপন সরকার, তাওহিদি জনতার নেতা আরীফসহ অন্যরা।

বক্তারা মহানবী হযরত মুহাম্মদ (সা.) কে নিয়ে কুটুক্তিকারীকে রাষ্ট্রীয়ভাবে প্রতিহত করা এবং আন্তর্জাতিক আদালতে বিচারের ব্যবস্থা করতে বর্তমান বাংলাদেশ সরকারের কাছে দাবি জানান।

ইএইচ

Link copied!