Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

মনপুরায় মা ইলিশ ধরা বন্ধে জনসচেতনতা সভা অনুষ্ঠিত

মনপুরা (ভোলা) প্রতিনিধি

মনপুরা (ভোলা) প্রতিনিধি

সেপ্টেম্বর ২৯, ২০২৪, ০৭:২৪ পিএম


মনপুরায় মা ইলিশ ধরা বন্ধে জনসচেতনতা সভা অনুষ্ঠিত

ভোলার দ্বীপ উপজেলা মনপুরায় ২০২৪-২৫ অর্থবছরে ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ সংরক্ষণ অভিযান ২০২৪ উপলক্ষ্যে জনসচেতনতা সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার বিকাল ৪টায় উপজেলার মনপুরা ইউনিয়নের রামনেওয়াজ মৎস্য ঘাটে ১৩ অক্টোবর থেকে ৩ নভেম্বর পর্যন্ত (২২দিন) ইলিশ আহরণ, পরিবহণ, ক্রয়-বিক্রয়, মজুদ নিষিদ্ধ উপলক্ষ্যে জনসচেতনতা অনুষ্ঠিত হয়।

উপজেলা মৎস্য কর্মকর্তা সৃজন সরকারে সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা ক্ষেত্র সহকারী মনির হোসেনের সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা পাঠান মো. সাইদুজ্জামান।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- মনপুরা কোস্টগার্ড কন্টিনজেন্ট কমান্ডার মো. কাউছার, মনপুরা থানার ওসি তদন্ত মো. তারিক হাসান, উপজেলা যুবদল সভাপতি জোবায়ের হাসান রাজিব চৌধুরী, মনপুরা উপজেলা ক্ষুদ্র মৎস্যজীবী সমিতির সভাপতি নাসির মহাজন, ক্ষুদ্র মৎস্যজীবী সমিতির সাধারণ সম্পাদক আব্দুর রহিম, ইউপি সদস্য আব্দুল জলিল, মো. সুমন  বিশিষ্ট মৎস্য ব্যবসায়ী মাহাবুব আলম নিকসন, মৎস্য ব্যবসায়ী সাইফুল পাটওয়ারী, মো. ফরহাদ হাওলাদার, মো. এরশাদ মিয়া বর্গ প্রমুখ।

ইএইচ

Link copied!