Amar Sangbad
ঢাকা শনিবার, ১৮ জানুয়ারি, ২০২৫,

মধ্যনগর মসজিদের হিসাব নিয়ে সংঘর্ষ, আহত ২৫

মধ্যনগর (সুনামগঞ্জ) প্রতিনিধি

মধ্যনগর (সুনামগঞ্জ) প্রতিনিধি

সেপ্টেম্বর ২৯, ২০২৪, ০৭:৪৮ পিএম


মধ্যনগর মসজিদের হিসাব নিয়ে সংঘর্ষ, আহত ২৫

সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার চামরদানী ইউনিয়নের টেপিরকোনা গ্রামের মসজিদের হিসাব নিকাশের বাকবিতণ্ডার জেরে দুপক্ষের সংঘর্ষে আহত হয়েছেন ২৫ জন।

বিষয়টি নিশ্চিত করেছেন মধ্যনগর থানা প্রশাসন।

পুলিশ সূত্র জানায়, উপজেলার টেপিরকোনা জামে মসজিদের সামনে সকাল সাড়ে ১০টার সময় একই গ্রামের বাবুল চৌধুরী (৬০) ও আজিজুল ইসলামের (৪০) মধ্যে টেপিরকোনা জামে মসজিদের ইমাম সাহেবের বেতনসহ মসজিদের হিসাব নিয়ে বাকবিতন্ডাতা হয়। একপর্যায়ে উভয় পক্ষদয়ের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।

এ ঘটনায় উভয়পক্ষের ২৫ জন আহত হয়েছেন। আহতদেরকে উদ্ধার করে চিকিৎসার জন্য ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করা হয়েছে।

এ বিষয়ে তদন্তকারী কর্মকর্তা তপন দাস জানান- উভয় পক্ষের ২৫ জন আহত হয়েছেন। তারা হাসপাতালে চিকিৎসাধীন। এখনো কোন পক্ষই অভিযোগ করেনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

ইএইচ

Link copied!