Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

যশোরের পল্লীতে এক হাজার খেজুরের চারা রোপণ

যশোর প্রতিনিধি

যশোর প্রতিনিধি

সেপ্টেম্বর ২৯, ২০২৪, ০৭:৫১ পিএম


যশোরের পল্লীতে এক হাজার খেজুরের চারা রোপণ

যশোর সদর উপজেলার তালবাড়ীয়া গ্রামে দুইশ খেজুর গাছের চারা লাগানো হয়েছে। জেলায় এক কোটি খেজুরের বীজ বপনের অংশ হিসেবে এই কর্মসূচি পালন করা হয়।

মাসুদুর খান ফাউন্ডেশনের পক্ষ থেকে তালবাড়ীয়া গ্রামের ধান কাটা থেকে শান্তির মোড় সড়কে এক হাজার খেজুরের চারা রোপণের কর্মসূচি গ্রহণ করা হয়।

চলতি মাসের শুরুতেই এই অঞ্চলে খেজুর গাছের চারা রোপণের কাজ শুরু হয়।

রোববার ২০০ চারা রোপণের মাধ্যমে এক হাজার চারা রোপণের কর্মসূচি বাস্তবায়ন করা হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন যশোর জেলা এনজিও সমন্বয়ক শাহজাহান নান্নু, মাসুদুর খান ফাউন্ডেশনের পরিচালক শামসুজ্জামান স্বজন, বাংলা ট্রিবিউনের জেলা প্রতিনিধি তৌহিদ জামান, স্থানীয় গাছি বশির আলি, তরিকুল ইসলাম, আব্দুল কুদ্দুস, মনিরুল ইসলাম প্রমুখ।

প্রসঙ্গত, সম্প্রতি যশোরের জেলা প্রশাসন জেলায় এক কোটি খেজুরের বীজ বপনের কর্মসূচি ঘোষণা করে।

ইএইচ

Link copied!