Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

চাঁদপুরে বন্যার্তদের মাঝে সেনাবাহিনীর বীজ ও নগদ অর্থ বিতরণ

চাঁদপুর প্রতিনিধি

চাঁদপুর প্রতিনিধি

সেপ্টেম্বর ২৯, ২০২৪, ০৮:০৬ পিএম


চাঁদপুরে বন্যার্তদের মাঝে সেনাবাহিনীর বীজ ও নগদ অর্থ বিতরণ

চাঁদপুরের শাহারাস্তিতে সেনাবাহিনীর উদ্যোগে বন্যার্তদের মাঝে রবি শস্য বীজ ও নগদ অর্থ প্রদান করা হয়েছে।

রোববার দুপুরে চাঁদপুর সেনাক্যাম্পের আয়োজনে শাহারাস্তি উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় সূচীপাড়া ডিগ্রি কলেজ মাঠে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে সার, বীজ ও নগদ অর্থ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিতরণ কার্যক্রম পরিচালনা করেন মেজর মো. মোয়াজ্জেম হোসেন, পিএসসি, (ভারপ্রাপ্ত অধিনায়ক ২১ বীর)।

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শাহরাস্তি উপজেলা নির্বাহী অফিসার মো. ইয়াসির আরাফাত, উপজেলা কৃষি অফিসার আয়েশা আক্তার ও সিনিয়র ওয়ারেন্ট অফিসার মো. সাইফুল ইসলামসহ সংশ্লিষ্ট সেনা সদস্যগণ, সরকারি দপ্তরের কর্মকর্তা কর্মচারী, শাহরাস্তি প্রেসক্লাবের সভাপতি মো. হাবিবুর রহমান ভুঁইয়া ও সাধারণ সম্পাদক নোমান হোসেন আখন্দ, সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী হুমায়ুন কবিরসহ গণমাধ্যম কর্মী।

ইএইচ

Link copied!