Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ১৪ নভেম্বর, ২০২৪,

সহিংসতায় ক্ষতিগ্রস্ত দীঘিনালা পরিদর্শনে তদন্ত কমিটি

পার্বত্যাঞ্চল প্রতিনিধি

পার্বত্যাঞ্চল প্রতিনিধি

সেপ্টেম্বর ২৯, ২০২৪, ১০:৩৩ পিএম


সহিংসতায় ক্ষতিগ্রস্ত দীঘিনালা পরিদর্শনে তদন্ত কমিটি

সাম্প্রতিক খাগড়াছড়ির দীঘিনালায় সহিংসতায় ক্ষতিগ্রস্ত লারমা স্কয়ার সরেজমিনে পরিদর্শন করেছে খাগড়াছড়ি ও দীঘিনালা সহিংসতায় গঠিত সাত সদস্যের তদন্ত কমিটি। দীঘিনালার লারমা স্কয়ার পরিদর্শনের মধ্য দিয়ে কাজ শুরু করেছে তদন্ত কমিটি।

রোববার দীঘিনালা পরিদর্শন করেন কমিটির প্রধান চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন) মোহাম্মদ নুরুল্লাহ নূরী।

এ সময় ঘটনাস্থল পরিদর্শনের পাশাপাশি ক্ষতিগ্রস্তদের সঙ্গেও কথা বলেন তিনি।

এ সময় কমিটির সদস্য অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রোজলিন শহীদ চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মো. তফিকুল আলম, দীঘিনালা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মামুনুর রশীদ ও দীঘিনালা থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. জাকারিয়াসহ স্থানীয় জনপ্রতিনিধি ও ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।

ঘটনাস্থল পরিদর্শনকালে কমিটির প্রধান মোহাম্মদ নুরুল্লাহ নূরী বলেন, ঘটনার কারণ জানতে প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলেছি। পাশাপাশি সে সময় গণমাধ্যমে প্রচারিত ও প্রকাশিত ভিডিও এবং প্রতিবেদন বিশ্লেষণ করা হবে। এ ছাড়া যারা হতাহত হয়েছে সেই তথ্যও সংগ্রহ করা হবে। এ সময় কোন ব্যক্তি বাস্তুচ্যুত হয়েছে কিনা তাও খতিয়ে দেখা হবে।

ইএইচ

Link copied!