Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

গভীর রাতে বন্যার্তদের পাশে জামায়াতে ইসলামী

লালমনিরহাট প্রতিনিধি

লালমনিরহাট প্রতিনিধি

সেপ্টেম্বর ৩০, ২০২৪, ১১:৪০ এএম


গভীর রাতে বন্যার্তদের পাশে জামায়াতে ইসলামী

গভীর রাতে লালমনিরহাটের দুই উপজেলায় বন্যার্তদের পাশে গিয়ে শুকনো খাবার বিতরণ করেছেন লালমনিরহাট জেলা জামায়াতে ইসলামী ও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।

রোববার মধ্যরাতে সদর উপজেলার খুনিয়াগাছ ইউনিয়নের পাকার মাথা ও বাগডোরা এলাকা, আদিতমারি উপজেলার মহিষখোঁচা ইউনিয়নে ১ হাজার ৫ শত পরিবারের মাঝে শুকনো খাবার বিতরণ করা হয়।

জানা গেছে, গত কয়েকদিনের ভারী বর্ষণ ও উজানের পাহাড়ি ঢলে তিস্তা নদীর পানি বৃদ্ধি পেয়েছে। পানি বৃদ্ধি পাওয়ায় জেলার কয়েক হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। এতে পানিবন্দি মানুষ খাদ্য সংকটে ভুগছেন। এ অবস্থায় পানিবন্দি মানুষের মাঝে শুকনো খাবার বিতরণ করে জেলা জামায়াতে ইসলামী ও জেলা ছাত্রশিবির।

শুকনো খাবার বিতরণে উপস্থিত ছিলেন, জেলা জামায়াতে ইসলামীর কর্মপরিষদ সদস্য ও লালমনিরহাট-০২ আসনের জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী অ্যাডভোকেট ফিরোজ হায়দার লাভলু, আদিতমারি উপজেলা জামায়াতে ইসলামীর আমির হায়দার আলী, সেক্রেটারি আবু বক্কর সিদ্দিক, লালমনিরহাট জেলা ছাত্রশিবিরের সভাপতি ওসমান গনি, মহিষখোচা ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির মাওলানা এনামুল হক প্রমুখ।

ইএইচ

Link copied!