Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

ভূঞাপুরে দুর্গাপূজা উপলক্ষ্যে মন্দির পরিদর্শন করলেন পুলিশ সুপার

ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

সেপ্টেম্বর ৩০, ২০২৪, ০২:০০ পিএম


ভূঞাপুরে দুর্গাপূজা উপলক্ষ্যে মন্দির পরিদর্শন করলেন পুলিশ সুপার

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে টাঙ্গাইলের ভূঞাপুরে বিভিন্ন মন্দির পরিদর্শন করেছেন টাঙ্গাইলের জেলা পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম সানতু।

এ সময় সনাতন ধর্মাবলম্বীদের সাথে মতবিনিময় করেন তিনি।

রোববার রাতে উপজেলা পৌর শহরের শিয়ালকোল ও উপজেলার গোবিন্দাসীর ভালকুটিয়ায় মন্দির পরিদর্শন করেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন- অতিরিক্ত জেলা পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মুহাম্মদ সরোয়ার হোসেন, (ক্রাইম অ্যান্ড অপস্) মো. শরফুদ্দীন, ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ একেএম রেজাউল করিম, ভূঞাপুর প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ আব্দুর রাজ্জাক  প্রমুখ।

এ সময় টাঙ্গাইলের জেলা পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম সানতু বলেন- আমরা সবাই ভাই ভাই, আপনারা আনন্দঘন পরিবেশে দুর্গাপূজা উৎসব পালন করবেন। কেউ বিশৃঙ্খলার চেষ্টা করলে কঠোরভাবে দমন করা হবে। সনাতন ধর্মাবলম্বীদের দুর্গাপূজা উদযাপনে নিরাপত্তা ও শান্তিক্ষায় সার্বিক সহযোগিতার কথা জানান তিনি।

ইএইচ

Link copied!