Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

পীরগঞ্জে মহিলা স্বেচ্ছাসেবী সংগঠনের মাঝে চেক বিতরণ

পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি

পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি

সেপ্টেম্বর ৩০, ২০২৪, ০৫:৩৩ পিএম


পীরগঞ্জে মহিলা স্বেচ্ছাসেবী সংগঠনের মাঝে চেক বিতরণ

ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলা পরিষদ অডিটোরিয়াম হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সোমবার সকালে  নারী  স্বেচ্ছাসেবী সংগঠনের মাঝে আর্থিক সহযোগিতার  চেক বিতরণ করা হয়। এছাড়া মাধ্যমিক স্কুল পর্যায়ের মেধাবী শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন ধরনের উপকরণ বিতরণ করা হয়।

সকালে  ৮টি স্বেচ্ছাসেবী নারী সংগঠনের মাঝে ২ লক্ষ ৩৫ হাজার টাকার চেক বিতরণ করেন।
জাতীয় কন্যা শিশু দিবস উপলক্ষে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ে  এই আয়োজন করা হয়।

এসময় উক্ত অনুষ্ঠানে  উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জান্নাতুল ফেরদৌসির সভাপতিত্বে বক্তব্য দেন পীরগঞ্জ উপজেলা  নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রমিজ আলম, সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এন, এম ইশফাকুল কবীর, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ লায়লা আরজুমান বেগম, সমাজসেবা অফিসার রফিকুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা অফিস অ্যাকাডেমিক সুপার ভাইজার জহিরুল হক, পীরগঞ্জ থানা প্রেসক্লাবের  সভাপতি আব্দুল আলিম দৈনিক ঘোষণার পীরগঞ্জ উপজেলা প্রতিনিধি ফারুক আহমেদ , পীরগঞ্জ থানা সাব-ইন্সপেক্টর রাসু বেগম প্রমুখ।

আরএস
 

Link copied!