Amar Sangbad
ঢাকা রবিবার, ১৯ জানুয়ারি, ২০২৫,

বড়লেখায় নবাগত ওসি’র সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

বড়লেখা( মৌলভীবাজার) প্রতিনিধি:

বড়লেখা( মৌলভীবাজার) প্রতিনিধি:

অক্টোবর ১, ২০২৪, ০২:০৩ পিএম


বড়লেখায় নবাগত ওসি’র সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

মৌলভীবাজারের বড়লেখা থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল কাইয়ুম এর সঙ্গে বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি বড়লেখা উপজেলা শাখার সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সোমবার (৩০ সেপ্টেম্বর) সন্ধ্যায় এ সভাটি অনুষ্ঠিত হয়।

এ সময় সাংবাদিক নেতারা বলেন, বড়লেখায় ইয়াবা ব্যবসায়ী ও তার সাথে জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক। আর কোনো মামলায় যাতে নিরপরাধী কারো পুলিশের হয়রানির শিকার না হয় সেদিকে লক্ষ্য রাখতে বলেন।

এসময় সাংবাদিকের প্রশ্নের জবাবে নবাগত অফিসার আইনশৃঙ্খলাসহ সার্বিক উন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চান।

এছাড়া জেলা পুলিশ সুপারের দিক নির্দেশনা অনুযায়ী পুলিশের পক্ষ থেকে জনসাধারণের সেবা প্রাপ্তিতে সর্বাত্মক সহযোগিতা আশ্বাস প্রদান করেন ওসি আব্দুল কাইয়ুম।

মতবিনিময় সভায় বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি বড়লেখা শাখার সাংবাদিক নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন, মফস্বল সাংবাদিক সোসাইটি বড়লেখা উপজেলার সভাপতি আব্দুল হাফিজ চৌধুরী। সাধারণ সম্পাদক মো. রুয়েল কামাল, সহ সভাপতি ফয়জুল হক শিমুল, সহ সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ খান, সাংগঠনিক সম্পাদক অলিউর রহমান মালন, প্রচার সম্পাদক গোলাম কিবরিয়া অর্থ সম্পাদক মো. নজরুল ইসলাম সদস্য সেলিম আহমদ চৌধুরী ও আলী হোসেন সহ অনেকে উপস্থিত ছিলেন।

বিআরইউ

Link copied!