Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫,

কুড়িগ্রামে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালন

কুড়িগ্রাম প্রতিনিধি

কুড়িগ্রাম প্রতিনিধি

অক্টোবর ১, ২০২৪, ০৪:১০ পিএম


কুড়িগ্রামে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালন

কুড়িগ্রামে নানা আয়োজনে ৩৪তম আন্তর্জাতিক প্রবীণ দিবস পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষ্যে জেলা প্রশাসন ও জেলা সমাজসেবার আয়োজনে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকালে জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি র‍্যালি বের হয়ে শহর প্রদক্ষিণ করে।

পরে জেলা প্রশাসনের হলরুমে আলোচনা সভা হয়। এতে সভাপতিত্বে করেন জেলা প্রশাসক নুসরাত সুলতানা।  

এ সময় বক্তব্য দেন- জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক হুমায়ুন কবির, প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা ডা. মো.আরিফুর রহমান, প্রবীণ সংঘের সভাপতি সামিউল হক নান্টু, সাধারণ সম্পাদক মো. আফতাব উদ্দিন, উদয় শংকর চক্রবর্তী প্রমুখ।

ইএইচ

Link copied!