Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

বাঞ্ছারামপুরে গাঁজা, নগদ টাকা ও দেশীয় অস্ত্রসহ মাদক কারবারি গ্রেপ্তার

বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

অক্টোবর ১, ২০২৪, ০৫:৩২ পিএম


বাঞ্ছারামপুরে গাঁজা, নগদ টাকা ও দেশীয় অস্ত্রসহ মাদক কারবারি গ্রেপ্তার

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে ৬ কেজি ৮০০ গ্রাম গাজা, মাদক বিক্রির নগদ ৫০ হাজার টাকা এবং দেশীয় অস্ত্রসহ পুলিশ ও যৌথবাহিনীর অভিযানে মাদক কারবারি কালা মিয়া ওরফে কালা চোরাকে আটক করা হয়েছে।

ওই মাদককারবারি উপজেলার রূপসদীদে দীর্ঘদিন ধরে মাদক কারবার পরিচালনা করে আসছিলেন।

এছাড়াও চোর সিন্ডিকেটের সাথে যোগসাজশ আছে বলে খোঁজ নিয়ে জানা গেছে।

জানা যায়, সোমবার ভোররাতে রূপসদী এলাকায় পুলিশ ও যৌথ বাহিনীর অভিযানে মাদক কারবারি কালা মিয়ার বাড়ি থেকে ৬ কেজি ৮০০ গ্রাম গাঁজা, মাদক বিক্রির ৫০ হাজার টাকা, দেশীয় অস্ত্রসহসহ তাকে গ্রেপ্তার করা হয়।

শীর্ষ এই মাদক কারবারি গ্রেপ্তার হওয়াতে এ স্থানীয় জনসাধারণ আনন্দ প্রকাশ করেছেন। মাদক কারবারি কালামিয়ার নামে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।

বাঞ্ছারামপুর মডেল থানার পুলিশ পরিদর্শক সুজন চন্দ্র পাল ঘটনার সত্যতা নিশ্চিত করে আমার সংবাদকে বলেন, আমরা ভোররাতে সেনাবাহিনীর সহায়তায় যৌথ অভিযান পরিচালনা করি রূপসি এলাকায়। রূপসদী এলাকার মো. কালা মিয়ার ঘরে ৬ কেজি ৮০০ গ্রাম গাঁজা পাই, মাদক বিক্রির ৫০ হাজার টাকা পাই এবং তার ঘরে দেশীয় অস্ত্র রামদা সাদৃশ অস্ত্র পাই যাহার বিরুদ্ধে মাদক আইনে মামলা এবং একটি অস্ত্র মামলা দায়ের করি। তাকে মাদক মামলা ও অস্ত্র মামলায় আদালতে প্রেরণ করা হবে।

ইএইচ

Link copied!