Amar Sangbad
ঢাকা মঙ্গলবার, ২১ জানুয়ারি, ২০২৫,

দিনাজপুর পৌর প্রশাসেকর সঙ্গে সনাতন ধর্মাবলম্বীদের মতবিনিময়

দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুর প্রতিনিধি

অক্টোবর ১, ২০২৪, ০৬:০২ পিএম


দিনাজপুর পৌর প্রশাসেকর সঙ্গে সনাতন ধর্মাবলম্বীদের মতবিনিময়

আসন্ন শারদীয় দুর্গোৎসব ২০২৪ সুষ্ঠুভাবে পালন উপলক্ষ্যে দিনাজপুর পৌর প্রশাসকের সাথে সনাতন ধর্মাবলম্বীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বেলা ১২টায় পৌরসভার ফাতেহুল আলম দুলাল মিলনায়তনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন দিনাজপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও দিনাজপুর পৌরসভার প্রশাসক মোহাম্মদ নুর-এ-আলম।

মতবিনিময় সভায় দিনাজপুর পৌর নির্বাহী কর্মকর্তা মো. মাহবুবর রহমান, পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. তোফাজ্জল হোসেন, সহকারী প্রকৌশলী মো. মিজানুর রহমান সিদ্দিকী, পৌরসভার প্রধান সহকারী মো. মজিবর রহমান বাচ্চু, দিনাজপুর জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক উত্তম কুমার, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ জেলা শাখার সাধারণ সম্পাদক রতন সিংহ, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সহকারী মহাসচিব লালবাবু প্রসাদ কানু, দিনাজপুর জেলা শাখার আহ্বায়ক উত্তম কুমার রায়, জেলা শাখার সদস্য বিপ্লব নাগ জয়সহ পৌর এলাকার বিভিন্ন পূজা মণ্ডপ কমিটির নেতৃবৃন্দ ও পৌরসভার বিভিন্ন শাখার প্রধানগণ উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভায় পৌর প্রশাসক আসন্ন শারদীয় দুর্গোৎসব উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দের বিভিন্ন সমস্যা শুনেন ও এসব সমস্যা সমাধানের আশ্বাস দেন।

ইএইচ

Link copied!