Amar Sangbad
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪,

এনটিভির বার্তা সম্পাদক সীমান্ত খোকন আর নেই

কিশোরগঞ্জ প্রতিনিধি

কিশোরগঞ্জ প্রতিনিধি

অক্টোবর ১, ২০২৪, ০৭:০৭ পিএম


এনটিভির বার্তা সম্পাদক সীমান্ত খোকন আর নেই

কিশোরগঞ্জে জেলার তাড়াইল উপজেলার কৃতি সন্তান এনটিভির বার্তা সম্পাদক ও জাতীয় প্রেসক্লাবের ম্যানেজিং কমিটির সদস্য সীমান্ত খোকন আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

মঙ্গলবার দুপুর দেড়টার দিকে রাজধানীর চামেলীবাগের বাসায় তাকে মৃত অবস্থায় পাওয়া যায়।

স্থানীয়দের সহযোগিতায় চাবি দিয়ে দরজা খুলে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

সীমান্ত খোকন কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার দামিহা ইউনিয়নের হাছলা গ্রামের কৃতি সন্তান।

তিনি ঢাকাস্থ কিশোরগঞ্জ সাংবাদিক ফোরামের সাবেক সাধারণ সম্পাদক।

তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে ঢাকাসহ কিশোরগঞ্জের সাংবাদিক অঙ্গণে।

তার আত্মার মাগফেরাত কামনা করে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করছেন সাংবাদিকসহ নানা শ্রেণি পেশার মানুষ। কেউই তার এ মৃত্যু মেনে নিতে পারছে না।

ইএইচ

Link copied!