Amar Sangbad
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪,

আখাউড়ায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের বিরুদ্ধে হত্যা মামলা

আখাউড়া প্রতিনিধি

আখাউড়া প্রতিনিধি

অক্টোবর ১, ২০২৪, ০৭:৩২ পিএম


আখাউড়ায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের বিরুদ্ধে হত্যা মামলা

সাবেক আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হকসহ চারজনের নামে ব্রাহ্মণবাড়িয়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (আখাউড়া) আদালতে মামলা হয়েছে।

২০১৮ সালে হওয়া আমির খা হত্যাকাণ্ডের ঘটনায় এ মামলা দায়ের হয়।

মামলায় অভিযোগ করা হয়, আখাউড়া পৌরসভার সাবেক মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মো. তাকজিল খলিফা কাজলকে অসামাজিক কার্যকলাপে সায় না দেওয়ায় হত্যাকাণ্ড ঘটানো হয়। আদালত এক আদেশে এ সংক্রান্ত কোনো মামলা থানায় আছে কী না এর নথি তলব করেছেন।

মামলার বাদী হলেন, হত্যাকাণ্ডের শিকার চানপুর গ্রামের আমির খার স্ত্রী লাকী বেগম।

সাবেক আইনমন্ত্রী ও সাবেক মেয়র বাদেও মামলার আসামিরা হলেন, আখাউড়া থানার তৎকালীন অফিসার ইনচার্জ (ওসি) মোশারফ হোসেন তরফদার ও এসআই আব্দুল হালিম।

ইএইচ

Link copied!