Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

পেকুয়া নিখোঁজ শিক্ষককে ফিরে পেতে মানববন্ধন

পেকুয়া (কক্সবাজার) প্রতিনিধি

পেকুয়া (কক্সবাজার) প্রতিনিধি

অক্টোবর ১, ২০২৪, ০৮:২৯ পিএম


পেকুয়া নিখোঁজ শিক্ষককে ফিরে পেতে মানববন্ধন

কক্সবাজারের পেকুয়ায় কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি ও সেন্ট্রাল স্কুলের প্রধান শিক্ষক আরিফুল ইসলাম (৪৫) গত তিনদিন ধরে নিখোঁজ হয়েছেন।

গত ২৮ সেপ্টেম্বর দুপুরে তিনি বাড়ি থেকে বের হয়ে আর ফিরেনি। তার মোবাইল ফোনও বন্ধ রয়েছে। পরিবারের সদস্যরা সম্ভাব্য বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেছেন। কোথাও তার সন্ধান পায়নি।

পরিবারের পক্ষে তার স্ত্রী মাহবুবা আনোয়ার লাইজু পেকুয়া থানায় একটি নিখোঁজ ডায়েরি দায়ের করেছেন।

এদিকে শিক্ষক আরিফকে ফিরে পেতে মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সর্বস্তরের জনসাধারণের ব্যানারে মানববন্ধন করেছে।

পেকুয়া মডেল সরকারি জিএমসি ইনস্টিটিউশনের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠিত মানববন্ধনে বক্তারা নিখোঁজ শিক্ষক আরিফুল ইসলামকে অক্ষত অবস্থায় ফিরে পেতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।

বক্তব্য দেন, উপজেলার প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি হানিফ চৌধুরী, পেকুয়া শিক্ষা ফাউন্ডেশনের চেয়ারম্যান হাসান রব্বানী, পেকুয়া কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন এর সভাপতি নুরুল আমিন, উপজেলা বিএনপির প্রচার সম্পাদক মুজিবুল হক চৌধুরী, চৌমূহনী ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন ছিদ্দিকী, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পেকুয়া প্রতিনিধি মাশরাফি ছরওয়ার হিরণ, নিখোঁজ শিক্ষক আরিফের ছোট ভাই রিয়াদুল ইসলাম, আলোকিত পাঠশালার আরিফুল ইসলাম, পেকুয়া শিক্ষার্থী সংসদের সদস্য সচিব মো. আবিদুর রহমান প্রমুখ।

ইএইচ

Link copied!