Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

কালিয়াকৈরে বকেয়া বেতনের দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ

কালিয়াকৈর(গাজীপুর) প্রতিনিধি:

কালিয়াকৈর(গাজীপুর) প্রতিনিধি:

অক্টোবর ২, ২০২৪, ০১:২৯ পিএম


কালিয়াকৈরে বকেয়া বেতনের দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ

গাজীপুরের কালিয়াকৈরে নায়াগ্রা নিট কম্পোজিট কারখানার শ্রমিকরা তিন মাসের বকেয়া বেতনের দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেছে। বুধবার সকাল ৯টা থেকে শ্রমিকেরা মহাসড়কে অবস্থান নিয়ে যান চলাচল বন্ধ করে দেয়। ফলে ওই সড়কে তীব্র যানজট সৃষ্টি হয়।

শ্রমিকদের অভিযোগ– তারা গত তিন মাস ধরে বেতন পাচ্ছেন না, এবং এর ফলে তারা চরম দুর্দশার মধ্যে পড়েছেন।

কারখানার শ্রমিকরা জানিয়েছেন, গত তিন মাসের বকেয়া বেতন পরিশোধ না করা পর্যন্ত তাদের আন্দোলন অব্যাহত থাকবে।দাবি পূরণ না হলে তারা সরে দাঁড়াবেন না। এরই মধ্যে ঘটনাস্থলে আইন-শৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে, যারা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছে।

শ্রমিকদের এই আন্দোলনের ফলে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরুদ্ধ রয়েছে, যার কারণে যানবাহন চলাচল ব্যাপকভাবে ব্যাহত হচ্ছে।

বিআরইউ

Link copied!