Amar Sangbad
ঢাকা বুধবার, ০২ অক্টোবর, ২০২৪,

গোপালগঞ্জে গওহরডাঙ্গা শিক্ষাবোর্ডের ব্যানারে বিক্ষোভ সমাবেশ

গোপালগঞ্জ প্রতিনিধি:

গোপালগঞ্জ প্রতিনিধি:

অক্টোবর ২, ২০২৪, ০৬:০৭ পিএম


গোপালগঞ্জে গওহরডাঙ্গা শিক্ষাবোর্ডের ব্যানারে বিক্ষোভ সমাবেশ

ভারতের মহারাষ্ট্রে হিন্দু পুরোহিতের মহানবী (সা.) কে নিয়ে কটূক্তি এবং পরবর্তীতে বিজেপি সাংসদ নিতেশ রানের সেই বক্তব্যকে সমর্থন করে ভারতসহ এতদাঞ্চলে মুসলিম বিদ্বেষ ছড়ানোর প্রতিবাদে গোপালগঞ্জে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

আজ বুধবার বেলা ১১টার দিকে স্থানীয় প্রেসক্লাবের সামনে হাজার হাজার মাদ্রাসা শিক্ষক-শিক্ষার্থী ও মুসল্লীরা গওহরডাঙ্গা শিক্ষা বোর্ডের ব্যানারে এ কর্মসূচি পালন করে। 

রেফাকুল মাদারিসিল কওমিয়া গওহরডাঙ্গা বাংলাদেশ এর সহ-সভাপতি মাওলানা কাবিরুল ইসলামের সভাপতিত্বে মাওলানা মাহমুদুল হাসান খানের পরিচালনায় বক্তব্য রাখেন,মাওলানা নুরুল হক, মাওলানা আব্দুচ্ছালাম, মাওলানা হাসমতুল্লাহ, মাওলানা ওয়াহিদুজ্জামান, মাওলানা মাহমুদুল হাসান, মাওলানা মুহিব্বুল্লাহ, মাওলানা হাফিজুর রহমান, মাওলানা জামাল উদ্দিন সহ অনেকে।

বক্তারা বলেন, ভারতকে আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাওয়ার বিষয়ে কুটনৈতিক চাপ প্রয়োগ করতে হবে। যাতে রামগিরি ও নিতেশ রানাকে গ্রেফতার করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ভারত সরকারকে প্রতি আহ্বান জানানো হয়। পরে রামগিরি ও নিতেশ রানার কুশপুত্তলিকা দাহ করা হয়।

বিআরইউ
 

Link copied!