Amar Sangbad
ঢাকা রবিবার, ১৯ জানুয়ারি, ২০২৫,

নীলফামারীতে বন্যার্তদের মাঝে বিএনপির ত্রাণ সামগ্রী বিতরণ

নীলফামারী প্রতিনিধি

নীলফামারী প্রতিনিধি

অক্টোবর ২, ২০২৪, ০৭:৫৩ পিএম


নীলফামারীতে বন্যার্তদের মাঝে বিএনপির ত্রাণ সামগ্রী বিতরণ

নীলফামারীর ডিমলায় তিস্তা বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছে জেলা বিএনপি। বুধবার (২ অক্টোবর) উপজেলার দক্ষিণ খড়িবাড়ি কোদালধোয়া চৌপথি তেলিরবাজারে বন্যার্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। ত্রাণ সামগ্রীর প্রতি প্যাকেটে চাল, আলু, তৈল, লবণ, ডাল, চিরা, গুড় ,লাইট ও মোমবাতি।

এসময় সংক্ষিপ্ত সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপি সভাপতি আ.খ.ম আলমগীর সরকার, সাধারণ সম্পাদক জহুরুল আলম, ডিমলা উপজেলা বিএনপি‍‍`র সভাপতি অধ্যক্ষ মানোয়ার হোসেন প্রমুখ।

জেলা বিএনপির সভাপতি আ.খ.ম আলমগীর সরকার বলেন,‍‍`বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়িয়েছে জেলা বিএনপি। প্রাথমিকভাবে আজকে ৪০০জনের মাঝে ত্রাণ বিতরণ কার্যক্রম শুরু হলো। পর্যায়ক্রমে তিস্তার বন্যায় ক্ষতিগ্রস্ত ৩হাজার পরিবারকে ত্রাণ সহায়তা প্রদান করা হবে বিএনপির পক্ষ থেকে।‍‍`

এসময় ডিমলা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বদিউজ্জামান রানা, জেলা যুবদলের সাধারণ সম্পাদক শাহাদাত চৌধুরী,জেলা কৃষক দলের আহ্বায়ক মগ্নী মাসুদুল আলম দুলাল,জেলার স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মোর্শেদ আজম, সহ-সভাপতি রেদোয়ানুল হক বাবু, জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান রিপন, বিএনপির দপ্তর সম্পাদক আখতারুজ্জামান আক্তার, , জেলা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মোস্তাক হোসেন, মৎস্যজীবী দলের সাবেক আহ্বায়ক গোলাম মোস্তফার রঞ্জু, জেলা শ্রমিকদলের সভাপতি নুর আলম, সাধারণ সম্পাদক জামিয়ার রহমান,  জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি আবু সুফিয়ান রুমেল, জেলা তাঁতি দলের আহ্বায়ক শাহজাদা মুক্তি‌ সহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

আরএস
 

Link copied!