Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা.) কে নিয়ে কটূক্তির প্রতিবাদে কাউনিয়ায় বিক্ষোভ মিছিল

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি

অক্টোবর ২, ২০২৪, ০৮:২০ পিএম


বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা.) কে নিয়ে কটূক্তির প্রতিবাদে কাউনিয়ায় বিক্ষোভ মিছিল

ভারতে বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা.) এর নামে জঘন্যতম কটূক্তি করার প্রতিবাদে এবং হিন্দু পুরোহিত রামগিরি মহারাজ তার সমর্থনকারী বিজেপি সাংসদ নিতেশ নারায়ণ রানেকে গ্রেপ্তারের দাবিতে কাউনিয়া উপজেলায় ইত্তেফাকুল উলামা লিইসলাহিল উম্মার উদ্যোগে বুধবার বাদ জোহর উপজেলা মসজিদ চত্বর থেকে বিক্ষোভ মিছিল বের করে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে গার্লস স্কুল মোড় কড়াইতলা চত্বরে মিলিত হয়। 

এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইত্তেফাকুল উলামার প্রতিষ্ঠাতা মুফতি মাওলানা মো. নাজমুল হক, ইত্তেফাকুল উলামা এর সভাপতি মুফতি মো. জামাল উদ্দিন, সাধারণ সম্পাদক মাওলানা হারুন, মাওলানা মো. মোজাম্মেল হক, মুফতি আরশাদ, মাওলানা শহীদুল হক প্রমুখ। 

শেষে সংক্ষিপ্ত বক্তব্য ও সারা বিশ্বের শান্তি কামনায় দোয়া করেন উপজেলা মসজিদের ইমাম মাওলানা মো. আব্দুল লতিফ খন্দকার। 

আরএস

Link copied!