Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

বাসচাপায় যুবক নিহত, তিন বাসে আগুন

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

অক্টোবর ৩, ২০২৪, ০১:২২ এএম


বাসচাপায় যুবক নিহত, তিন বাসে আগুন

গাজীপুরে মহাসড়ক পার হওয়ার সময় বাসচাপায় অজ্ঞাত এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় বিক্ষুব্ধ জনতা তিনটি বাসে আগুন দিয়েছে। বুধবার (০২ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মহানগরীর ভোগড়া এলাকায় (কলম্বিয়া পোশাক কারখানার সামনে) এ দুর্ঘটনা ঘটে। 

বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, ওই যুবক মহাসড়ক পার হচ্ছিলেন। এ সময় ঢাকাগামী দ্রুতগতির বলাকা পরিবহনের একটি বাস তাকে ধাক্কা দেয়। এতে সড়কে পড়ে গেলে কপালের সামনের অংশ ফেটে মগজ বেরিয়ে গেলে ঘটনাস্থলেই মৃত্যু হয়। অজ্ঞাত ওই যুবক পোশাক কারখানায় কাজ শেষে বাসায় ফিরছিলেন।

ঘটনাস্থলে দায়িত্বে থাকা গাজীপুর মেটোপলিটনের ট্রাফিক পুলিশের সদস্য মনির হোসেন বলেন, দুর্ঘটনার পর শতাধিক বিক্ষুব্ধ জনতা উত্তেজিত হয়ে বলাকা পরিবহনের তিনটি বাসে আগুন দিয়েছেন।

বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম বলেন, শুনেছি কলম্বিয়া পোশাক কারখানার সামনে বাসচাপায় অজ্ঞাত এক যুবক নিহত হয়েছেন। পুলিশ ঘটনাস্থলে আছে।

ভোগড়া ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার আরিফ হোসেন বলেন, স্থানীয় লোকজন তিনটি বাসে আগুন দিয়েছেন। একটি বাস পুরোপুরি পুড়ে গেছে। অন্য দুটিতে আগুন জ্বলছে। ঘটনাস্থলে উত্তেজিত জনতার ভিড় থাকার কারণে ফায়ার সার্ভিসের গাড়ি ঘটনাস্থলে এখনো পৌঁছাতে পারেনি।

আরএস

 

Link copied!