Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

নাশকতার মামলায় পোরশায় ইউপি চেয়ারম্যানসহ সদস্য গ্রেপ্তার

পোরশা (নওগাঁ) প্রতিনিধি

পোরশা (নওগাঁ) প্রতিনিধি

অক্টোবর ৩, ২০২৪, ০২:৩২ পিএম


নাশকতার মামলায় পোরশায় ইউপি চেয়ারম্যানসহ সদস্য গ্রেপ্তার

পোরশার মশিদপুর ইউপি চেয়ারম্যান ও এক সদস্যকে নাশকতা মামলায় গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার সন্ধ্যা ৭টায় নওগাঁ সদরে দায়েরকৃত নাশকতা মামলায় মশিদরপুর ইউপি চেয়ারম্যান হারুন অর রশিদ (৪৫) ও  সদস্য ছয়ফুল ইসলামকে (৩৫) শিশা  বাজারের ওয়ালটন শোরুম ও আরেকজনকে মুদিখানার দোকানের সামনে থেকে নওগাঁ সদর থানার নির্দেশে আটক করেছে বলে জানান পোরশা থানা ওসি শাহিন রেজা।

চেয়ারম্যান হারুন অর রশিদ মশিদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাইফুল ইসলাম এক নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক।

তারা ৫ আগস্ট পরবর্তী নাশকতা কর্মকাণ্ডে বিস্ফোরকের সাথে জড়িত ছিলেন। অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করেছেন বলে জানান নওগাঁ সদর থানা অফিসার ইনচার্জ।

ইএইচ

Link copied!