Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

পাকুন্দিয়ায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি

পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি

অক্টোবর ৩, ২০২৪, ০২:৪৩ পিএম


পাকুন্দিয়ায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় হোসেন্দী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রুহুল আমিন হিমেলকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১৪ কিশোরগঞ্জ ক্যাম্পের একটি দল।

মামলার বিবরণে জানা যায়, বেপরোয়া গতিতে ট্রাক চালানো নিয়ে রুবেল ও মতিউরের মধ্যে কথা কাটাকাটি হয়। এতে রুবেল ট্রাক রেখে চলে যায়। পরে হিমেলসহ কয়েকজন দেশীয় অস্ত্রসহ নিয়ে মতিউরের ওয়ার্কশপে ভাঙচুর চালায়। এতে বাধা দিলে মতিউরকে মারধর করে হিমেল।

এ গঠনায় মতিউরের ছেলে বাদী হয়ে পাকুন্দিয়া থানায় মামলা দায়ের করে।

র‌্যাবের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার মো. আশরাফুল কবির জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার বেলা ১২টায় উপজেলা জয়বিঞ্চুপুর গ্রাম থেকে হিমেলকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তাকে পাকুন্দিয়া থানায় সোপর্দ করা হয়েছে।

ইএইচ

Link copied!