Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

করিমগঞ্জে চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই

করিমগঞ্জ (কিশোরগঞ্জ) প্রতিনিধি

করিমগঞ্জ (কিশোরগঞ্জ) প্রতিনিধি

অক্টোবর ৩, ২০২৪, ০২:৪৯ পিএম


করিমগঞ্জে চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই

কিশোরগঞ্জের করিমগঞ্জে এক অটোরিকশা চালকের হাত-পা ও মুখ বেঁধে হত্যা করে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার সকালে করিমগঞ্জ উপজেলার জাফরাবাদ ইউনিয়নের বাদে শ্রীরামপুর গ্রামে একটি গাছের বাগান থেকে তার লাশ উদ্ধার করে করিমগঞ্জ থানা পুলিশ।

নিহত অটোরিকশা চালক হুমায়ুন (২০) একই উপজেলার গুজাদিয়া ইউনিয়নের পূর্ব চরকরণশি গ্রামের ওসমান মিয়ার ছেলে।

করিমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহাব উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

জানান, নিহত হুমায়ুনের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। ঘটনার রহস্য উদঘাটনে এবং হত্যাকারীদের শনাক্ত করে গ্রেপ্তারে চেষ্টা চলমান রয়েছে। ময়নাতদন্তের জন্য নিহত হুমায়ুনের মরদেহ শহিদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

ইএইচ

Link copied!