Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০২৪,

তাহিরপুরে মাছের সঙ্গে শত্রুতা

তাহিরপুর প্রতিনিধি

তাহিরপুর প্রতিনিধি

অক্টোবর ৩, ২০২৪, ০২:৫৫ পিএম


তাহিরপুরে মাছের সঙ্গে শত্রুতা

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় পুকুরে বিষ ঢেলে কয়েক লাখ টাকার মাছ নিধন করেছে দুর্বৃত্তরা।

বুধবার উপজেলার বড়দল দক্ষিণ বড়দল ইউনিয়ন পরিষদের কাউকান্দি বাজার মাদরাসার উত্তরে ‘সুজন পুকুরে’ এ ঘটনাটি ঘটেছে।

স্থানীয়রা জানান, বুধবার ভোর সকাল থেকে মাছ মরে পানিতে ভেসে উঠার দৃশ্য দেখা যায় এমন সংবাদ পেয়ে পুকুরের দায়িত্বরতরা এসে হাজির হন।

পুকুরের মালিক সেফুল মিয়া বলেন, কাউকান্দি বাজার মাদরাসা থেকে তিন বছরের জন্য ‘সুজন’ পুকুরটি যৌথ মালিকানায় লিজ নেয়া হয়েছে। এই পুকুরে মাছের চাষ ভালো হচ্ছিলো তবে কিছুদিন ধরে একটি মহল ঈর্ষান্নিত হয়ে বিভিন্নভাবে আমাদের পুকুরের চাষকৃত মাছের ক্ষতি করার চেষ্টা করছে। আমরা এখনো পর্যন্ত কারো পরিচয় চিহ্নিত করতে পারছি না।

পুকুরের অন্য আরেক মালিক ওবায়দুর রহমান জানান, আমাদের পুকুরে পাঙাস মাছ, সিলবার, ব্রিগেড, মৃণালকাপ, গ্রাসকার্প জাতের মাছ চাষ করা হয়েছে।

তাহিরপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দেলোয়ার হোসেন বলেন, এই বিষয়ে এখনো কোন অভিযোগ পাওয়া যায়নি। এ ব্যাপারে অভিযোগ দায়ের করা হলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

ইএইচ

Link copied!