কিশোরগঞ্জ প্রতিনিধি
অক্টোবর ৩, ২০২৪, ০৩:১৫ পিএম
কিশোরগঞ্জ প্রতিনিধি
অক্টোবর ৩, ২০২৪, ০৩:১৫ পিএম
আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করতে সাম্প্রদায়িক দাঙ্গা লাগাতে কিশোরগঞ্জে প্রতিমা ভাঙচুর করেছে দুর্বৃত্তরা।
বৃহস্পতিবার ভোর রাতে জেলা শহরের বত্রিশ মনিপুর ঘাট এলাকায় শ্রী শ্রী গোপীনাথ জিউর আখড়ায় দুর্বৃত্তরা প্রতিমা ভাঙচুর চালায়।
খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। তবে এ ঘটনায় এখনো কাউকে আটক করা যায়নি বলে জানিয়েছে পুলিশ।
জানা গেছে ,এই আখড়ায় প্রথমবারের মতো দুর্গাপূজার আয়োজন করা হচ্ছে। রাতে নিরাপত্তার কারণে পাহারায় ছিলেন স্থানীয় গোপীনাথ সংঘের ছেলেরা। রাত ৪টা পর্যন্ত সংগঠনের পাঁচ সদস্য জেগে ছিলেন। এরপর থেকে ভোর পাঁচটার মধ্যে দুর্বৃত্তরা প্রতিমা ভাঙচুর করে।
এ বিষয়ে কিশোরগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ তরিকুল ইসলাম জানান, প্রতিমা ভাংচুরের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়। এ ঘটনার সাথে জড়িতদের চিহ্নিত করার চেষ্টা করা হচ্ছে। এ ঘটনার সাথে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হবে বলেও জানিয়েছেন তিনি।
এদিকে এ ঘটনার খবর পেয়ে বৃহস্পতিবার সকালে শ্রী শ্রী গোপীনাথ জিউর আখড়া পরিদর্শন করেছে জেলা পুলিশ সুপার মোহাম্মদ হাছান চৌধুরি।
পুলিশ সুপার মোহাম্মদ হাছান চৌধুরী বলেন, আমরা এ ঘটনার তদন্ত করছি। ইতোমধ্যে এ বিষয়ে কর্মকর্তাদের সঙ্গে আমি বসেছি। দুষ্কৃতকারী যেই হউক না কেন, আমরা আইনের আওতায় আনব।
ইএইচ