Amar Sangbad
ঢাকা রবিবার, ১৯ জানুয়ারি, ২০২৫,

ডিবি পরিচয়ে ব্যবসায়ীকে অপহরণের ঘটনায় গ্রেপ্তার ২

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

অক্টোবর ৩, ২০২৪, ০৩:১৯ পিএম


ডিবি পরিচয়ে ব্যবসায়ীকে অপহরণের ঘটনায় গ্রেপ্তার ২

টাঙ্গাইলের মির্জাপুরে ডিবি পুলিশ পরিচয়ে বিকাশ ব্যবসায়ীকে অপহরণের ঘটনায় ২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার দুপুরে গ্রেপ্তারকৃতদের টাঙ্গাইল আদালতে প্রেরণ করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন, সিরাজগঞ্জ উপজেলার পশ্চিম গজারিয়া গ্রামের ইনছাব আলীর ছেলে সুমন (৩২) ও সোলায়মান শেখের ছেলে শরীফুল ইসলাম (৩০)।

জানা যায়, গত মঙ্গলবার রাতে উপজেলার বাওয়ার কুমারজানি এলাকায় বিকাশ ব্যবসায়ী মিজানুর রহমান ও তার চাচাতো ভাই আরিফ বাড়ি ফেরার পথে ডিবি পুলিশের পোশাক পড়ে কয়েকজন লোক তাদেরকে হাত-পা ও মুখ বেঁধে একটি হাইস গাড়িতে উঠিয়ে অপহরণ করে নিয়ে যায়। অপহরণকারীরা তাদের কাছে থাকা নগদ ১ লাখ ৭৬ হাজার টাকা ও মোবাইল ব্যাংকিংয়ে থাকা টাকা ছিনিয়ে নিয়ে টাঙ্গাইলের ঘারিন্দা এলাকায় ফেলে রেখে যায়। এরপর স্থানীয় কয়েকজন তাদেরকে উদ্ধার করে বাড়িতে পাঠিয়ে দেন। পরে গোড়াই ফাঁড়িতে অভিযোগ করলে অভিযান চালিয়ে ভুয়া ডিবিদের গ্রেপ্তার করে পুলিশ।

গোড়াই ফাঁড়ির ইনচার্জ গিয়াস উদ্দিন পিপিএম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে তাদেরকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের ১০ দিনের রিমান্ড চেয়ে টাঙ্গাইল আদালতে পাঠানো হয়েছে।

ইএইচ

Link copied!