Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

বড়লেখায় দুর্গাপূজা উপলক্ষ্যে মতবিনিময় সভা

বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি

বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি

অক্টোবর ৩, ২০২৪, ০৪:৩৪ পিএম


বড়লেখায় দুর্গাপূজা উপলক্ষ্যে মতবিনিময় সভা

মৌলভীবাজারের বড়লেখায় দুর্গাপূজা উপলক্ষ্যে থানা পুলিশের উদ্যোগে আইনশৃঙ্খলা পরিস্থিতি বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বিকালে থানা কমপ্লেক্সের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপজেলার বিভিন্ন পূজামণ্ডপের সভাপতি-সম্পাদকসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। সীমান্তবর্তী অন্তত ৩০টি পূজামন্ডপের নিরাপত্তায় থাকছে বিজিবির বিশেষ নজরদারি।

এবার বড়লেখা উপজেলায় ১৩৪টি সার্বজনীন ও ১২টি ব্যক্তিগত পূজামণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে।

নির্বিঘ্নে দুর্গোৎসব পালনের লক্ষ্যে উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও সেনাবাহিনী বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে।

এছাড়া সীমান্তবর্তী বিশেষ করে চাবাগানের দূর্গামন্ডপগুলোর নিরাপত্তায় বিশেষ নজরদারির ব্যবস্থা নিয়েছে বিজিবি।

বুধবার বিকালে বিজিবি-৫২ ব্যাটালিয়ানের অধিনায়ক লে. কর্নেল মেহেদি হাসান উপজেলার উত্তর শাহবাজপুর ইউনিয়নের সীমান্তবর্তী মণ্ডপগুলোর প্রস্তুতি পরিদর্শন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মণ্ডপ কমিটির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেছেন।

ইএইচ

Link copied!